সংগীত

গীতিকার রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা, ৩১ ডিসেম্বর – নিজ বাসার শয়ন কক্ষ থেকে গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আবুল কালাম বলেন, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে থানার লিচু বাগান এলাকায় নিজ বাসা থেকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরিবারের লোকজন হাসানকে ডাকাডাকি করে। কিন্তু তিনি কক্ষের দরজা না খোলায় সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ দরজা ভেঙে দেখে সিলিং ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলছে হাসানের। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন বা করতে পারেন সে ব্যাপারে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

প্রসঙ্গত, ‘দিন বাড়ি যায়/চড়ে পাখির ডানায়’—এর মতো অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় যুক্ত হন। গানের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনের জিংগেলও লিখেছেন তিনি। তার লেখা অধিকাংশ গানই দলছুট এবং বাপ্পা মজুমদারের গাওয়া।

এন এইচ, ৩১ ডিসেম্বর

Back to top button