বলিউড

ভারতীয় অ্যাওয়ার্ড শো’গুলোকে বড় ধরণের তামাশা বললেন সাইফ

মুম্বাই, ০৮ অক্টোবর- বলিউডের স্পষ্টভাষী তারকাদের মধ্যে অন্যতম অভিনেতা সাইফ আলী খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অ্যাওয়ার্ড শো’গুলো মূলত টাকা আয়ের অজুহাত মাত্র।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ জানান, ভারতীয় অ্যাওয়ার্ড শো’গুলোকে তিনি আর বিশ্বাস করেন না। এগুলোকে একেবারেই বড় ধরণের তামাশা বলে মনে করেন তিনি।

তবে খোদ সাইফ আলী খানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিয়েও হয়েছিল বিতর্ক। অনেকের দাবি, ‘হাম তুম’ সিনেমার জন্য ২০০৫ সালের সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যোগ্য ছিলেন না তিনি। সে বছর সবাই অনেকটা ধরেই নিয়েছিলেন, সাড়া জাগানো ‘স্বদেশ’ (২০০৪) সিনেমার জন্য জাতীয় পুরস্কারটি পাবেন শাহরুখ খান। সে বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার মনোনয়ন কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন সাইফের মা শর্মিলা ঠাকুর। ফলে সমালোচনা ও স্বজনপোষণের অভিযোগ উঠেছিল তখনই।

আরও পড়ুন: কারাগারে ইয়োগা ক্লাস করাতেন রিয়া

এমন প্রসঙ্গ টেনে সাইফ বলেন, ‘হ্যাঁ, আমার ক্যারিয়ারের শুরুতে কিছু পুরস্কারের জন্য আমাকে অযোগ্য মনে করা হয়েছিল। যেমনটা হয়েছিল ‘হাম তুম’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে। কিন্তু আমি মনে করি, এর পরবর্তী বছরগুলোতে আমি প্রমাণ করেছি যে, আমি এই সম্মাননার যোগ্য।

যাই হোক, অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানগুলোকে ‘বড় রকমের তামাশা’ বলেই বিশ্বাস করেন সাইফ। কয়েকবছর আগের একটি ঘটনার কথা স্মরণ করে সাইফ বলেন, সত্যি কথা বলতে আমি তাদের বিশ্বাস করি না। কয়েকবছর আগে আমাকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। আমি সেখানে পৌছানোর পর সেখানে এক উর্ধ্বতন ব্যক্তি আমাকে বলেন, ‘আমরা চেয়েছিলাম আপনাকে সেরা অভিনেতার পুরস্কারটি দিতে। কিন্তু আপনি জানেন তো সবকিছু কীভাবে হয়। তবে আমরা আপনাকে একটি কমিক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার দেব।

সাইফ তাই স্পষ্টত জানান, এই পুরস্কারগুলো মূলত টাকা আয়ের একেকটা ধান্ধা। তিনি বলেন, অ্যাওয়ার্ড পেতে হলে শুধু মেধা থাকলেই হবে না। পাশাপাশি আপনাকে টাকাও খরচ করতে হবে। তবেই আপনি পুরস্কারের জন্য নির্বাচিত হবেন।

এন এইচ, ০৮ অক্টোবর

Back to top button