চট্টগ্রাম

কক্সবাজারে ধর্ষণের ঘটনায় যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম, ২৯ ডিসেম্বর – কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথপোযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কক্সবাজারের ঘটনায় মামলা রেকর্ড হয়েছে, এটি তদন্তাধীন বিষয়। তদন্তাধীন কোন মামলায় আমরা কোনো মন্তব্য করতে পারি না।

বুধবার চট্টগ্রাম-৭ সংসদীয় আসনের উদ্যোগে চান্দগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, আইনমন্ত্রী তার নথিতে বলেছেন, আইনে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই।কাজেই আমরা এটা নিয়ে কিছু করতে পারছি না।

মন্ত্রী আরও বলেন, তিনি (খালেদা জিয়া) একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তবুও মানবিক দিক বিবেচনা করে আমরা দণ্ড স্থগিত করেছি। তাকে দেশে সর্বোচ্চ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ দেয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৯ ডিসেম্বর ২০২১

Back to top button