ইউরোপ

ফ্রান্সে করোনা শনাক্তে রেকর্ড

প্যারিস, ২৯ ডিসেম্বর – ইউরোপে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এরমধ‌্যে এক দিনে ফ্রান্সে সবচেয়ে বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এর আগে এক দিনে ইতালি, গ্রিস, পর্তুগাল, ইংল‌্যান্ডের করোনা শনাক্তের রেকর্ড ছাড়িয়ে গেছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এক সতর্ক বার্তায় জানিয়েছিলো, ক্রিসমাসে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। মহামারির নতুন এই ধরনের বিস্তার রোধে বিভিন্ন অনুষ্ঠান বাতিল কিংবা পিছিয়ে দেওয়া কথা বলেছিলো সংস্থাটি।

এই সপ্তাহের শুরুতে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেন, জানুয়ারির শুরুর দিকে দৈনিক সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়ে যেতে পারে। এছাড়া, দেশটির হাসপাতালগুলোর সংগঠন ফ্রান্স হসপিটাল ফেডারেশন বলেছে, ‘সবচেয়ে কঠিন সময় এখনো আসেনি।’

এর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স করোনা সংক্রমণ রোধে বিভিন্ন বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছিলেন। এরমধ‌্যে ছিলো সপ্তাহে কমপক্ষে তিন দিন বাসা থেকে অফিস করা বাধ‌্যতামূলক। যা জানুয়ারি থেকে শুরু হতে পারে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার সকাল পর্যন্ত ফ্রান্সে ৯ কোটি ৩২ লাখ ৬ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়ছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ১ লাখ ২৩ হাজার ১৮৮ জনের।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৯ ডিসেম্বর

Back to top button