ফ্যাশন

গোল্ড প্লেটেড গয়নার যত্ন নিতে হয় যেভাবে…

সোনার গয়না পরা অনেকের সাধ্যের বাইরে, আবার চুরি যাওয়ার ভয়ে অনেকে পরেন না। কিন্তু গয়না ছাড়া কোনও মহিলারই চলে না। তাই গোল্ড প্লেটেড গয়না অনেকেরই পছন্দের তালিকায়। যা ভয়ভীতি ছাড়াই ব্যবহার করা যায়। রুপোর উপর সোনার প্রলেপ দিয়ে তৈরি এই ধরনের গয়না পরলে বোঝা মুশকিল তা সোনা কি না। চুরি গেলেও ততটা মন খারাপের কিছু নেই। কিন্তু গোল্ড প্লেটেড গয়না কয়েকদিন ব্যবহার করার পরই রং চটে যায়। খারাপ দেখায়। এই ধরণের গয়নার রং কীভাবে টিকিয়ে রাখতে পারবেন, রইল কিছু উপায় –

১. গোল্ড প্লেটেড গয়নাগুলি রাখুন ভেলভেট দেওয়া গয়নার বাক্সে। গয়নার রং বজায় রাখতে নরম কোনও কাপড়ে মুড়ে রাখুন। তাতে গয়নায় স্ক্র্যাচ পড়বে না।

২. গোল্ড প্লেটেড গয়না পরিষ্কার করুন তুলো দিয়ে। কোনওরকম কেমিক্যাল ব্যবহার না করাই ভালো। নয়তো কেমিক্যালের ছোঁয়ায় গয়নার রং চটে যাবে।

৩. প্রত্যেকদিনের কাজকর্মের সময় গয়না খুলে রাখুন। জল ও অন্যান্য জিনিসপত্র লেগে রং উঠে যেতে পারে।

এম ইউ

Back to top button