অন্যান্য

বঙ্গবন্ধু এশিয়ান ভলিবলে বাংলাদেশ ফাইনালে

ঢাকা, ২৮ ডিসেম্বর – বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে (২১-২৫, ২৫-১৪, ২৬-২৪, ২৫-১৩, ১৫-১৩) হারিয়েছে তারা।

সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেট ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের পর তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হারের পর চতুর্থ সেটে ২৫-১৩ জিতে বাংলাদেশ। পঞ্চম সেটে স্বাগতিকদের জয় ১৫-১৩ পয়েন্টের।

চার ম্যাচে তিন জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।

মঙ্গলবার একই ভেন্যুতে বিকেল সাড়ে তিনটায় ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে, ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপা জিতে বাংলাদেশ। এছাড়া ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ। ফলে তিন বছর পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন স্বাগতিকদের।

টুর্নামেন্টের শুরুতে নেপালকে ৩-০ সেটে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও হারায় ৩-০ সেটে। তবে আশা জাগিয়ে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরে যায় বাংলাদেশ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ ডিসেম্বর

Back to top button