এশিয়া

বিদেশে তালিকাভুক্ত চীনা কোম্পানিগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ চায় চীন

বেইজিং, ২৭ ডিসেম্বর – বিদেশে তালিকাভুক্ত চীনা কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে কঠোর নীতি প্রণয়নের প্রস্তাব দিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। প্রস্তাবে দাবি করা হচ্ছে—এ পদক্ষেপ কোম্পানিগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ ও তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা।

চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি) তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, চীনের যে কোম্পানিগুলো বিদেশে তাদের ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখা হবে। তবে, আরও সুষ্ঠুভাবে তাদের পরিচালিত করতে নতুন করে নিয়ম তৈরি করা হচ্ছে। বিশেষ করে বড় কোম্পানিগুলো এ পদক্ষেপের আওতায় পড়বে।

যদিও এ বিষয়ে এখনও নীতিমালা চূড়ান্ত করা হয়নি। সেগুলো এখনও খসড়া আকারেই রয়েছে।

এর আগে কেবল চীনের মূল ভূখণ্ড পরিচালিত কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ও তদারকি করতো বেইজিং। তবে, সে নীতিকে পুরোনো ও অকার্যকর ঘোষণা করেছে সিএসআরসি।

সূত্র : এনটিভি
এম এস, ২৭ ডিসেম্বর

Back to top button