ক্রিকেট

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট দুপুরে

ঢাকা, ২৭ ডিসেম্বর – বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট আজ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় রাজধানীর হোটেল রেডিসনে এ ড্রাফট শুরু হবে।

তথ্য মতে, ড্রাফটের তালিকায় মোট ২১০ জন দেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। বিদেশি খেলোয়াড় আছেন ৪০৬ জন।

এবারের আসরে লড়বে ৬টি দল। এসব দলের ‘এ’ গ্রেডে হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।

লিটন, সৌম্য, সোহান, তাসকিনসহ ‌‘বি’ গ্রেডে আছেন ১৫ জন। রুবেল হোসেন আছেন ‘সি’ গ্রেডে।

জানা গেছে, কাছাকাছি সময় পাকিস্তান সুপার লিগ থাকায়, বিদেশি তারকা খেলোয়াড়দের প্রায় পাচ্ছে না বিপিএল। ফ্রাঞ্চাইজি চাইলে ড্রাফটের বাইরে থেকে ৩ জনকে দলে ভেড়াতে পারবে।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৭ ডিসেম্বর

Back to top button