ক্রিকেট

টি-টোয়েন্টির ‘ব্র্যাডম্যান’ হলো ক্রিস গেইল!

নয়াদিল্লি, ৩১ অক্টোবর- ক্রিস গেইল মানেই অবিশ্বাস্য কিছু। চোখ ধাঁধানো সব শট। রেকর্ডের পর রেকর্ড। গতকাল শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ সব কীর্তি গড়েছেন ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার ছক্কার মাইলফলক স্পর্শ করার পর আবারও বইছে গেইল-স্তুতির জোয়ার। ভারতের সাবেক বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র শেবাগ তো গেইলকে ‘টি-টোয়েন্টির ব্র্যাডম্যান’ হিসেবে আখ্যা দিয়েছেন। ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা মানে বিশাল ব্যপার।

টি-টোয়েন্টিতে সাড়ে ১৩ হাজারের বেশি রানের মালিক ক্রিস গেইল। আর কারও ১১ হাজার রানও নেই। এছাড়া সবচেয়ে বেশি চার (১ হাজার ৪১টি), সবচেয়ে বেশি ফিফটি (৮৫টি), সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৭৫*), এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা (১৮টি), এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান (১ হাজার ৬৬৫)- রেকর্ডের ছড়াছড়ি। গেইলের হাজার ছক্কার পর শেবাগ টুইটারে লিখেন, ‘টি-টোয়েন্টির ব্র্যাডম্যান ক্রিস গেইল। নিঃসন্দেহে সর্বকালের সেরা।’

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা হয় স্যার ডন ব্র্যাডম্যানকে। ১৯৪৮ সালে ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলিয়ান কিংবদন্তির টেস্ট ব্যাটিং গড় অবিশ্বাস্য- ৯৯.৯৪! এত বছর পরেও কেউ তার ধারেকাছে যেতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটেও তেমনি গেইলের কিছু অবিশ্বাস্য রেকর্ড আছে। এখন পর্যন্ত কেউ ৭০০ ছক্কাও মারতে পারেনি; সেখানে গেইল মেরেছেন এক হাজারের বেশি। টি-টোয়েন্টিতে ২২টি সেঞ্চুরি করেছেন। ৮টির সেঞ্চুরি আর কারও নেই।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ৩১ অক্টোবর

Back to top button