ফ্যাশন

মোটা হলেও কেন শর্টস্ পরা যাবে না

গরমকালে মেয়েদের ফ্যাশনে শর্টস খুব চলতি। কিন্তু শরীর স্লিম হলেই যে শুধু শর্টস পরা যায়, এমনটা কিন্তু নয়। যাদের পেছনের গড়নটা ভারি অরা অনেকেই শর্টস পরতে ভয় পান, পাছে বিচ্ছিরি দেখায়, এই ভয়ে সামার কালেকশন থেকে বাদ পড়ে যায় শর্টস। ইচ্ছে থাকলেও, মনে কিন্তু কিন্তু ভাব! মনের এই ইচ্ছেটাকে চেপে রাখবেন কেন? বিনা দ্বিধায় পরতে পারেন শর্টস, তবে এই বিষয়গুলি মাথায় রেখে –

১. শর্টসের লেন্থ বেছে নিতে হবে সাবধানে। আর লেন্থ নিয়ে যদি কোনও দ্বিধা থাকে, মাঝারি লেন্থের শর্টস্ বেছে নেওয়াই সবচেয়ে ভালো। না ছোটো না বড়, মাঝারি লেন্থের শর্টস্ পরলে মনে কিন্তু কিন্তুও থাকবে না।

২. সাইডে জিপ দেওয়া শর্টস্ বেছে নিন। তাতে অনেকটা স্লিম দেখাবে। সাইড জিপ শরীরের ভারী গড়নকে অনেকটা হালকা দেখায়।

৩. বেছে নিতে পারেন সাইড স্লিট শর্টস্। সাইডে সামান্য কাটা এই ধরনের শর্টস আরামদায়কও।

৪. ন্যারো ও ভার্টিক্যাল স্ট্রাইপের শর্টস। বেছে নিন সাদা কালোর ভার্টিক্যাল স্ট্রাইপ।

৫. টাইট শর্টসকে বাই বাই করাই ভালো। নয়তো শরীরের গড়ন আরও ভারী দেখাতে পারে। একটু ঢিলেঢালা শর্টস পড়ুন। তাতে শরীরের কাঠামো সুন্দর দেখাবে।

৬. পরে ফেলুন প্রিন্টেড শর্টস। প্রিন্টের নিচে চাপা পড়ে যাবে ভারী গড়ন।

৭. শর্টস পরলে তার সঙ্গে মানানসই টপ বেছে নেওয়া খুব জরুরি। নয়তো সাজগোজটা বাজে দেখাতে পারে।

এম ইউ

Back to top button