ভারতে ভেঙে পড়ল মিগ যুদ্ধবিমান, পাইলট নিহত
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর – ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানটির পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে মিগ-২১ যুদ্ধবিমানটি রাজস্থানের জয়সলমিরের কাছে বিধ্বস্ত হয়।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওয়েস্টার্ন সেক্টরে প্রশিক্ষণ চলার সময় বিধ্বস্ত হয় মিগ-২১ যুদ্ধবিমানটি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পরে আরেক টুইটে বলা হয়, ওই দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন। খবর এনডিটিভির
উল্লেখ্য, চলতি বছরে ভারতে বিমানবাহিনীর কয়েকটি মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। বারবার দুর্ঘটনার মুখে পড়ায় এই যুদ্ধবিমানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চলতি মাসেই তামিলনাডুতে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত নিহত হন।
সূত্র: সমকাল
এম ইউ/২৫ ডিসেম্বর ২০২১