বলিউড

নীল অফশোল্ডার গাউনে বোল্ড দীপিকা

মুম্বাই, ২৪ ডিসেম্বর – বুধবার (২২ ডিসেম্বর) মুম্বাইয়ে হয়ে গেল কবীর খানের ছবি ‘83’ (এইটি থ্রী)-এর প্রিমিয়ার শো।

প্রিমিয়ার শোয়ে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন।

নীল রঙের অফশোল্ডার গাউনে তার লুক ছিল একাধারে বোল্ড ও ক্লাসি।

নীল গাউনের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ডায়মন্ডের নেকলেস।

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জেতার গল্প উঠে এসেছে এই ছবিতে।

ছবিতে কপিল দেবের স্ত্রী রুমি দেবের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

এম ইউ/২৪ ডিসেম্বর ২০২১

Back to top button