পাহাড়ের রাজনীতিতে নয়া মোড়, তৃণমূলে যোগ দিলেন মোর্চা নেতা বিনয় তামাং
কলকাতা, ২৪ ডিসেম্বর – সব জল্পনা-কল্পনা অবসানের পর অবশেষে তৃণমূলের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার (জিটিএ) সাবেক সভাপতি বিনয় তামাং।
জানা গেছে, কয়েকদিন আগে মোর্চা নেতা অনিত থাপার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মোর্চা ছাড়েন বিনয় তামাং। তারপর থেকে বেশ কয়েকদিন নিষ্ক্রিয় ছিলেন তিনি। তার তৃতীয় অধ্যায় নতুনভাবে শুরু হবে বলে জানিয়েছিলেন বিনয়। শুক্রবার (২৪ ডিসেম্বর) তৃণমূলে যোগ দেওয়ার মাধ্যমে অবশেষে রাজনীতিতে তৃতীয় অধ্যায় শুরু করলেন সাবেক এই মোর্চা নেতা। একই সঙ্গে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন কার্শিয়াংয়ের সাবেক বিধায়ক ড. রোহিত শর্মা।
বিনয় তামাং ও রোহিত শর্মার তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি।
তিনি বলেন, ‘এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এতে মোর্চার কিছু করার নেই। তাদের নতুন রাজনৈতিক জীবনের জন্য শুভেচ্ছা। আমরা গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূলের সঙ্গে আছি।’
শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন শালবাড়িতে এমন মন্তব্য করেন তিনি। বিনয় তামাং ও রোহিত শর্মা তৃণমূলে যোগ দেওয়ায় পাহাড়ে তৃণমূলের শক্তি বাড়লো কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সময় এ প্রশ্নে উত্তর দেবে।’
বিনয় তামাংয়ের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার বলেন, ‘বিনয় তামাং আগেই তৃণমূলের হয়ে কাজ করতেন। এখন প্রকাশ্যে তৃণমূলে যোগ দিলেন। বিনয় তামাং এতদিন তৃণমূলের ছিলেন, তৃণমূলের সব মিটিংয়ে তাকে দেখা যেতো।’
এ বিষয়ে শিলিগুড়ির সাবেক বিধায়ক বা মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘রাজ্যে দল ভাঙার খেলা চলছে। তৃণমূল কংগ্রেস রাজ্যে একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে, যেখানে প্রত্যেককেই বাঁচতে হলে একমাত্র দল তৃণমূল কংগ্রেস করেই থাকতে হবে। আশ্চর্য হবো না যদি কয়েকদিন পর বিমল গুরুংও তৃণমূলে যোগ দেন।’
বিনয় তামাংয়ের তৃণমূলে যোগদান নিয়ে অনিত থাপার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৪ ডিসেম্বর ২০২১