ইসলাম

৮০০ বছরের পুরনো কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন

১১৯০ সালে লিখিত ৮২৮ বছরের পুরনো পবিত্র কুরআনুল কারিমের একটি প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে। তুরস্কের তুকাত শহরের আনাতোলিয়া অঞ্চলে সে দেশের প্রাচীনতম পবিত্র কুরআনের এ পাণ্ডুলিপিটি প্রদর্শন করা হয়।

আনাতোলিয়ার সংস্কৃতি এবং পর্যটন বিভাগের তথ্য মতে, পবিত্র কুরআনের প্রাচীন এই পাণ্ডুলিপিটি এতদিন মিউজিয়ামের সংরক্ষিত ছিল। এই পাণ্ডুলিপিটি তুরস্কের তুকাত শহর থেকেই ২০১০ সালে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সুদের বিকল্প করজে হাসানা

এটি ২০১০ সালে উদ্ধার করার পর তা নিয়ে গবেষণা ও সংস্কার করা হয়। পাণ্ডুলিপিটির ওপর গবেষণা করে জানা যায় এটি ১১৯০ সালে লেখা হয়েছে।

এ পাণ্ডুলিপিটির একটি অনন্য বৈশিষ্ট্য হলো; তাতে দেখা যায়, কুরআনের আয়াতের (আরবি শব্দের) নিচে তার অনুবাদও রয়েছে।

এন এইচ, ৩১ অক্টোবর

Back to top button