চীনে এক কোটি ৩০ লাখ মানুষ লকডাউনে
বেইজিং, ২৩ ডিসেম্বর – দ্বিতীয় দফায় গণ পরীক্ষাতে ১২৭ জন করোনায় শনাক্ত হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে চীনের শানজি প্রদেশের জি’য়ান শহর। নতুন নির্দেশনার ফলে শহরটির ১ কোটি ৩০ লাখ মানুষ লকডাউনের কবলে পড়লো। আসন্ন শীতকালীন বেইজিং অলিম্পিকের আসর বসার আগেই সংক্রমণ এড়াতে বৃহস্পতিবার লকডাউন ঘোষণা করা হয়েছে।
ঘোষণায় জি’য়ানের বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি অনুমতি ছাড়া শহর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। করোনার প্রকোপ রোধে জরুরি প্রয়োজনীয় ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে লকডাউন ঠিকঠাকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা দেখতে পরিদর্শনে বের হন ভাইস-প্রিমিয়ার সান চুনলান।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে প্রথম শনাক্ত হওয়ার পর শানজি প্রদেশের রাজধানীতে সংক্রমণ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার তৃতীয় দফায় করোনার গণপরীক্ষা শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, চীনে বৃহস্পতিবার স্থানীয়ভাবে ৭১ জনকে করোনায় শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ৬৩ জন জি’য়ান শহরে। তারা করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত কিনা তা স্পষ্ট করেনি চীনা কর্তৃপক্ষ।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৩ ডিসেম্বর ২০২১