ফুটবল
শেষ মুহূর্তের গোলে হার এড়ালো পিএসজি
আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির শেষ মুহূর্তের গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে হার এড়ালো প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি। পিছিয়ে থেকেও লরিয়েন্তের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পচেত্তিনোর শিষ্যরা।
মোস্তইর স্টেডিয়ামে শুরু থেকে চেষ্টা চালিয়েও গোল তুলতে ব্যর্থ হন লিওনেল মেসিরা। ৪০তম মিনিটে থমাস মনকন ডুইটের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধ্বে মাঠে নেমে ৮৬তম মিনিটের মাথায় লালকার্ড দেখে বিদায় নিতে হয় স্প্যানিশ তারকা ডিফেন্ডার সার্জিও রামোসকে। অতিরিক্ত সময়ে আচরাফ হাকিমির ক্রসে হেডের মাধ্যমে গোল তুলে দলকে উদ্ধার করেন ইকার্দি। ১৯ রাউন্ড পর ৪৬ পয়েন্ট তুলে সিংহাসনে পিএসজি। সমান ম্যাচে ১৬ পয়েন্টে লরিয়েন্ত ১৬তম স্থানে।
সূত্র : আরটিভি
এম এস, ২৩ ডিসেম্বর