ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর, ২৩ ডিসেম্বর – শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৬ থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাট ম্যানেজার আব্দুল মমিন।
ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট থেকে ছেড়ে যায় তিনটি ফেরি। কিছুদূর যাওয়ার পর ঘন কুয়াশায় মাঝ-নদীতে আটকে পড়ে ফেরি তিনটি।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন জানান, ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। তবে আজ বৃহস্পতিবার মাঝ নদীতে তিনটি ফেরি আটকে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে আছে প্রায় শতাধিক গাড়ি। ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাট ম্যানেজার আব্দুল মমিন বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফেরিতে ফগ লাইট না থাকার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। এতে করে ঘাটে বেশ কিছু ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।
সূত্র : আরটিভি
এম এস, ২৩ ডিসেম্বর