ফুটবল

অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২৩ ডিসেম্বর – সাফ অনূর্ধ্ব -১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দল। বাংলাদেশের হয়ে গোলটি করেন আনাই মুঘিনি।

ম্যাচের ৮০ মিনিটে রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম।

বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ নারী ফুটবল দলের এ সাফল্যে দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বিজয়ের মাসে বাংলাদেশ অনূর্ধ্ব -১৯দল ভারকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি আশা করি ভবিষ্যতে এ জয়ের ধারা অব্যাহত থাকবে। আমি দলের সবার মঙ্গল কামনা করছি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৩ ডিসেম্বর

Back to top button