জাতীয়

বিএনপি সংলাপ বানচাল করতে চায়: ইনু

ঢাকা, ২২ ডিসেম্বর – আগামী জাতীয় নির্বাচন বানচালে চক্রান্তের অংশ হিসেবে বিএনপি রাষ্ট্রপতির সংলাপকে নাটক বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে যারা নাটক বা প্রহসন বলছেন, তাদের উদ্দেশ্যে বলবো- আপনারা সংলাপে না গিয়ে বুঝবেন কীভাবে, এটা নাটক নাকি ভালো কিছু। সংলাপে না গিয়েই নাটক বা প্রহসন বলা কোনোভাবেই কাম্য নয়। আগে সংলাপে বসেন, তারপর ভালো-খারাপ বলবেন।’

তিনি বলেন, ‘যারা রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত না জানিয়েই নাকচ করছেন, তারা সংলাপ প্রক্রিয়াকে বানচাল করতে চান। নির্বাচন বানচালে তারা সংলাপ প্রক্রিয়াকেও বানচালের অপচেষ্টা চালাচ্ছেন। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনও বিএনপি বানচালে মরিয়া ছিল, এটা দুঃখজনক।’

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য যে সার্চ কমিটি করা হবে, সেখানে একজন নারী এবং একজন অধ্যাপককে অন্তর্ভুক্তির কথা জাসদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে বলেও জানান হাসানুল হক ইনু।

ইনু আরও বলেন, ‘সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতির ওপর এককভাবে অর্পিত হলেও রাজনৈতিক দলগুলোর মতামত নিতে তিনি আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধুবাদ জানিয়েছে।’

জাসদ সভাপতি বলেন, ‘সংবিধানে ইসি গঠনের সুনির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ থাকলেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আইন প্রণীত না হওয়াটা দুঃখজনক। এমন পরিস্থিতিতে জাসদ মনে করে, তুলনামূলক উপযুক্ত ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটি গঠনই হবে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে সার্চ কমিটি গঠন করার প্রক্রিয়াকে সুনির্দিষ্ট ও স্থায়ী কাঠামোগত রূপ দেওয়া জরুরি। পাশাপাশি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করে নির্বাচন ব্যবস্থা নিয়ে সব ধরনের বিতর্কের অবসান করতে হবে।’

হাসানুল হক ইনু বলেন, ‘সার্চ কমিটি গঠনে সরাসরি কোনো ব্যক্তির নাম প্রস্তাব করা সমীচীন নয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচীন।’

সংলাপে অংশ নেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশারেফ হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার ও রেজাউল করিম তানসেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২২ ডিসেম্বর

Back to top button