দক্ষিণ এশিয়া

ভারতে বাড়ছে ওমিক্রন, কঠোর হচ্ছে বিধিনিষেধ

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর – ভারতে ভয়াবহ হয়ে উঠছে করোনার ওমিক্রন ধরন। এ অবস্থায় দিল্লি সরকার বেশ কিছু বিধিনিষেধ দিয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ) ওমিক্রন বির্পযয় মোকাবিলায়, বড়দিন ও নতুন বছরে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে।

নির্দেশনায় সকল সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, বিনোদন, সাংস্কৃতিক, ধর্মীয়, উৎসব-সম্পর্কিত জমায়েত ও নিষিদ্ধ করেছে দিল্লি সরকার।

এছাড়া বড় বড় সব বাজারের মালিককে বলে দেওয়া হয়েছে মাস্ক ছাড়া কোনও ক্রেতা যেন ঢুকতে না পারে। পাশাপাশি ওমিক্রন রোধে নতুন প্রচারণাও শুরু করেছে দিল্লি সরকার।

উল্লেখ্য, দিল্লিতে এখন পর্যন্ত ৫৭ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এই মুহূর্তে দেশটির সর্বোচ্চ ওমিক্রন সংক্রমণ রাজধানীর দিল্লি। ভারতে এখনও পর্যন্ত কোভিডের নতুন স্ট্রেনে মোট ২১৩ জন আক্রান্ত হয়েছেন।

সূত্র: আরটিভি
এম ইউ/২২ ডিসেম্বর ২০২১

Back to top button