মুরাদের নামে মামলার আবেদন আরও ২ জেলায়
গাজীপুর, ২২ ডিসেম্বর – সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দীন হেলাল ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে গাজীপুর ও সাতক্ষীরায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার গাজীপুর ও সাতক্ষীরার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা দায়ের করা হয়।
গাজীপুর আদালতে মামলা
বুধবার দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ প্রিন্স বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গাজীপুরের চীফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম মামলাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রোপলিটন ডিবিতে পাঠিয়েছেন।
মামলার বাদী মনজুর মোর্শেদ জানান, ডিজিটাল মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল গত ১ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের এক সাক্ষাৎকার গ্রহণ করেন। সেখানে মুরাদ হাসান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করেছেন। যা পরবর্তীতে মুরাদের ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রচার করা হয়। অশালীন মিথ্যাচার এবং নারীবিদ্বেষী ও নারীর প্রতি এই অবমাননামূলক বক্তব্য সকল নারীর জন্য মর্যদাহানিকর। এছাড়া জাতীয়বাদী শক্তিকে আহত করে মানসম্মান নষ্ট করেছে।
তিনি আরও জানান, বক্তব্যের ভিডিওটি সমাাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের ফলে সমাজের সর্বমহলে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মূলত উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ও বক্তব্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এবং তার কনিষ্টতম সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে সমাজিক ও ব্যক্তিগতভাবে অপমান অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার জন্যই ভিডিওটি প্রকাশ হয়। যা সার্বিকভাবে জিয়া পরিবারসহ সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর এবং অপমানজনক।
অপরদিকে মুরাদ বাংলাদেশ সংবিধানের ১৪৮ নং অনুচ্ছেদের তৃতীয় তফসিল অনুযায়ী সাংবিধানিক শপথ গ্রহণ করেছিলেন, তা ক্রমাগতভাবে নানাবিধ বক্তব্যে এবং কর্মকমাণ্ডে ইতিমধ্যে লঙ্গন করেছেন। তাই অভিযুক্তদের বিরুদ্ধে পেনাল কোড ৫০৫-ক/৫০৯ ধারার বিধানে সুবিচার পাওয়ার জন্য মামলাটি দায়ের করা হয়।
মামলার আইনজীবী গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানান, গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে গাজীপুর মেট্রোপলিটন ডিবিকে তদন্তের জন্য দিয়েছেন। তদন্ত শেষে আদালতের মাধ্যমে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ হবে।
সাতক্ষীরা আদালতে মামলা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দীন হেলাল ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরের দিকে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালত এ মামলাটি দায়ের করেন বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ এখলেচার আলী বাচ্চুু।
মামলায় বাদী উল্লেখ করেছেন, ১ নং আসামি ডা. মুরাদ হাসান বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২ নং আসামি চট্রগ্রামের পটিয়া পৌরসভার তিন নং ওয়ার্ডের এটিএম আবুল কাশেমের ছেলে মুহাম্মদ মহিউদ্দীন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল একজন মিডিয়া উপস্থাপক। গত ১ ডিসেম্বর উপস্থাপক নাহিদ হেলাল মুরাদ হাসানের সাক্ষাৎকার গ্রহণ করেন। যা পরবর্তীতে এক নম্বর আসামি তার ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রচার ও প্রকাশ করেন।
মামলায় বাদী আরও উল্লেখ করেছেন, এক নম্বর আসামি সাক্ষাতকার প্রদানকালে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী এবং যে কোনো নারীর মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করেন।
বাদীর পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল মজিদ। মামলার ধারা ১৫৩-ক/৫০৫-ক/৫০৯ পেনাল কোর্ড। বিচারক মো. হুমায়ুন কবীর মামলাটি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। মামলার বাদী এখলেচার আলী বাচ্চুু বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২২ ডিসেম্বর ২০২১