ক্রিকেট

বিগ ব্যাশে প্রথম ম্যাচেই রেকর্ড গড়ে ম্যাচসেরা সাকিব

ক্যানবেরা, ২০ ডিসেম্বর – টুর্নামেন্টের ১৩ ম্যাচ চলে যাওয়ার পর মাঠে নেমেই বাজিমাত করলেন সাকিব মাহমুদ।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে নিজের অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের ডানহাতি পেসার।

রোববার ব্রিসবেনের গ্যাবায় ব্রিসবেন হিটের বিপক্ষে নামে সাকিবের দল সিডনি থান্ডার।

আর প্রথমবারের মতো বিগ ব্যাশের মঞ্চে নেমেই রেকর্ড গড়েন সাকিব।

মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ফলে ৫৩ রানের বড় জয় পায় তার দল সিডনি থান্ডার।

আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করে সিডনি থান্ডার। জবাবে সাকিবের বোলিং তোপে মাত্র ১৫ রানেই ৫ উইকেট হারায় ব্রিসবেন। শেষপর্যন্ত ১৪৩ রানে গিয়ে অলআউট হয় তারা।

২২ রানে ৪ উইকেটের আগে রেকর্ডবুকে জায়গা করে নেন সাকিব।

ইনিংসের তৃতীয় ওভার শেষে সাকিবের বোলিং ফিগার ছিল ২-০-৯-৪; যা কি না বিগ ব্যাশের রেকর্ড।

অস্ট্রেলিয়ার এই ফ্রাঞ্চাইজি লিগে প্রথম ও সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দশম বোলার হিসেবে ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যে ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২০ ডিসেম্বর

Back to top button