এশিয়া

ফিলিপাইনে শক্তিশালী টাইফুনে মৃত্যু বেড়ে ৩১

ম্যানিলা, ১৯ ডিসেম্বর – ফিলিপাইনে সুপার টাইফুন ‌‘রাই’ এর আঘাতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্ব দ্বীপগুলিতে আঘাত হানে সুপার টাইফুন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সুপার টাইফুনে বিদ্যুতের অসংখ্য খুঁটি ও গাছ উপড়ে গিয়েছে। ৩০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিধ্বস্ত এলাকায় এখন উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এদিকে সবশেষ তথ্য অনুযায়ী, টাইফুন রাই উত্তরে চীনের দিকে মোড় নেয়ার আগে ভিয়েতনামের দিকে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সূত্র : আরটিভি
এম এস, ১৯ ডিসেম্বর

Back to top button