এশিয়া

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৮ শিশুসহ নিহত ১০

কুয়ালালামপুর, ১৮ ডিসেম্বর – মালয়েশিয়ায় মহাসড়কে দুর্ঘটনায় ৮ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে দেশটির সিলানগর প্রদেশে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য স্ট্র্যাইট টাইমস অনলাইন এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বেশ কয়েকটি যানবাহন দুর্ঘটনায় পড়েছিল।

দুর্ঘটনার পর ক্র্যান ব্যবহার করে মহাসড়ক থেকে ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে সরিয়ে নেয়া হয়। সিলানগরের অগ্নিনির্বাপন ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস জানান, রাত ১১টা ৪২ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘আমরা একটি জরুরি কল পেয়ে অগ্নিনির্বাপনের একটি গাড়ি পাঠাই; সঙ্গে ছয় উদ্ধারকর্মীকেও পাঠাই।’

তিনি জানান, তারা ১১টা ৫৪ মিনিটের দিকে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার অভিযান শুরু করেন।

নোরাজাম খামিস জানান, একটি বড় ট্রাক ও তিনটি ব্যক্তিগত গাড়ির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, একটি গাড়িতে থাকা আট শিশু নিহত হয়। ওই গাড়িতে থাকা এক নারীও মারা গেছেন।

নিহত অপর ব্যক্তিটি আরেকটি গাড়ির চালক। নিহত শিশুদের মধ্যে পাঁচটি ছেলে ও তিনটি মেয়ে। নোরাজাম খামিস জানান, নিহতদের মরদেহ শাহ আলম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৮ ডিসেম্বর ২০২১

Back to top button