অন্যান্য

দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও লড়াই করেছে বাংলাদেশ

ঢাকা, ১৭ ডিসেম্বর – একদিন আগে ভারতের কাছে ৯-০ গোল ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দেখা গেছে দুর্দান্ত এক বাংলাদেশ দল। মওলানা ভাসানী স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

শক্তিশালী দঃ কোরিয়ার বিপক্ষে হারলেও হারের ব্যবধান ছিল মাত্র ১ গোলের। এর আগে ২০১৮ সালে এশিয়ান গেমসে সবশেষ দেখায় দঃ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ৭-০ গোলে। বিশ্ব র‌্যাংকিংয়ে দঃ কোরিয়ার বর্তমান অবস্থান ১৬ আর বাংলাদেশের ৩৮।

শুক্রবারের ম্যাচে অষ্টম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। সোহানুর রহমান সোহানের হিটে আরশাদ হোসেন ডাইভিং ফ্লিকে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ঘুরে দাঁড়ায় কোরিয়া।

ম্যাচের ১৫ মিনিটে জাং জংহিয়ুন সমতা ফেরান। এরপর ৪৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন জি উ চিয়ন। ৫৪ মিনিটে পার্ক চিয়োলন গোল করে ব্যবধান বাড়ান ৩-১ গোল।

বড় ব্যবধানে জয় নিয়ে ম্যাচ শেষ করার স্বপ্ন দেখলেও বাংলাদেশ লড়াইয়ে ফিরে। ফরোয়ার্ড দ্বীন ইসলাম গোল পান ম্যাচ শেষ হবার এক মিনিট আগে। শেষ পর্যন্ত উত্তেজনার ম্যাচ শেষ হয় ৩-২ ব্যবধানে।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৭ ডিসেম্বর

Back to top button