এশিয়া
জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা
টোকিও, ১৭ ডিসেম্বর – জাপানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে দেশটির ওসাকা শহরের একটি ৮তলা বিল্ডিংয়ের চতুর্থ অথবা পঞ্চম তলায় আগুন লাগে।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ আগুন নিভাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। তবে অন্তত ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করছেন তারা।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৭ ডিসেম্বর