লক্ষীপুর

লক্ষ্মীপুরে যুদ্ধাহত ১৬ মুক্তিযোদ্ধাকে পুলিশের সংবর্ধনা

লক্ষ্মীপুর, ১৭ ডিসেম্বর – স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও অবসরপ্রাপ্ত পুলিশ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং তাদের উত্তরাধিকারীগণ সহ ১৬ জনকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্স শহীদ গিয়াস উদ্দিন মঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

এতে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান আগত অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীগণকে উপহার ও ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানের শুরুতে অবসরপ্রাপ্ত যুদ্ধাহত কনস্টেবল মো. হানিফ মিয়া মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ।

এসময় জেলা পুলিশের কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও অবসরপ্রাপ্ত পুলিশ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং তাদের উত্তরাধিকারীগণ উপস্থিত ছিলেন।

এর আগে, জেলা প্রশাসন, পুলিশ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধা সরকারি, বেসরকারি দপ্তর সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় এই দিনটির শুভ সূচনা হয়। পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির পর শহরের ঝুমুরস্থ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের কর্মকর্তারা বাগবাড়ি গণকবরে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন মোনাজত করেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৭ ডিসেম্বর

Back to top button