ক্যারিবিয়ান শিবিরে করোনা: অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ
ইসলামাবাদ, ১৬ ডিসেম্বর – পাকিস্তান সফরে গিয়েই বিপাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রথমে ক্যারিবিয়দের তিনজন সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর এবার আরও ৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। যে কারণে বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু আগের তিনজন বাদে নতুন করোনা শনাক্ত করা পাঁচজনের মধ্যে রয়েছেন ক্রিকেটার শাই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রিভস, সহকারী কোচ রডি ইস্টউইক ও দলীয় ফিজিও আকশাই মানসিং। যে কারণে করাচিতে অনুষ্ঠিতব্য ম্যাচটি নিয়ে দাঁড়িয়েছে শঙ্কা।
Tour in doubt as Hope, Hosein and Greaves among five more positive for Covid-19 in West Indies camphttps://t.co/idDvGNJFYG
— Kamran Beg (@KamranBeg3) December 16, 2021
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সফরের বাকি একটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডেতে আক্রান্তদের পাওয়া যাবে না এবং এদের ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। যদিও আজ তৃতীয় টি-টোয়েন্টি যথাসময়েই অনুষ্ঠিত হবে। এরপর সফরকারী দলের সকল সদস্যের আরেক দফা করোনা পরীক্ষা হওয়ার পরই দুই বোর্ডের মধ্যে আলোচনা হবে যে সিরিজ আগে বাড়বে কিনা।
এর আগে শেলডন কটরেল, রোস্টন চেজ, কাইল মায়ার্স কোভিড পজিটিভ হয়েছিলেন। আঙ্গুলের ইনজুরিতে ডেভন টমাসও ছিটকে গেছেন। এখন আরো পাঁচজন পজিটিভ। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের জন্য এখন একটা একাদশ মাঠে নামানোই কঠিন ব্যাপার। এই ব্যাপারটিও ট্যুরের ভবিষ্যতের ওপর ফেলছে প্রশ্নের দাগ।
কঠিন এ পরিস্থিতিতে আলোচনা চলছে দুই বোর্ডের সঙ্গে। সফর এগিয়ে যাবে নাকি স্থগিত বা বাতিল হবে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে দ্রুতই।
সূত্র : সমকাল
এন এইচ, ১৬ ডিসেম্বর