ফুটবল

কাঁদতে কাঁদতে ফুটবলকে বিদায় বললেন অ্যাগুয়েরো

আর্জেন্টিনার ফুটবল তারকা সার্জিও অ্যাগুয়েরো গতকাল আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। তিনি আর ফুটবল খেলতে পারবেন না বলে আগেই জানিয়েছেন। ইনজুরি ও হৃদযন্ত্রের সমস্যার জন্য ক্যারিয়ার আর দীর্ঘ হলো না তার।

ফলে ৩৩ বছর বয়সে বুটজোড়া তুলে রাখতে হচ্ছে তাকে। ম্যানসিটি থেকে ৬ মাস আগে তিনি বার্সেলোনায় আসেন। আর সেখানেই অবসর নিলেন। তিনি বলেছেন, ‘আমার কাছে শরীর আগে। মেডিক্যাল থেকে বলা হয়েছে এখনই ফুটবল ছাড়তে হবে। আমি তাই এখন বার্সেলোনা ও ফুটবল থেকে অবসর নিচ্ছি। মাথা উঁচু করে যাচ্ছি। আমি জানি না পরবর্তী জীবনে কী অপেক্ষা করছে। যারা আমাকে ফুটবলের জন্য ভালোবেসেছেন তাদের ধন্যবাদ।’ অ্যাগুয়েরো তার ক্যারিয়ারে ৭৮৬ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৪২৬টি। ১১৮টি অ্যাসিস্টও ছিল।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৬ ডিসেম্বর

Back to top button