উত্তর আমেরিকা

নেতানিয়াহু ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিচুক্তি চাননি ভণ্ডামি করে গেছেন: ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ ডিসেম্বর – সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কখনও মনেপ্রাণে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিচুক্তি চাননি।

মার্কিন গণমাধ্যম এজিওক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার ট্রাম্প এ কথা বলেন। খবর আনাদোলুর।

সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় না নেতানিয়াহু ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তিনি আসলে ভণ্ডাম করে গেছেন এবং যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলে গেছেন।

২০২০ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর জো বাইডেনকে শুভেচ্ছা জানানোর পর থেকে ট্রাম্পের তোপের মুখে পড়েন ইসরাইলের সাবেক এ প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের একজন অসৎ রাজনীতিক হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহুকে। তার চেয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভালো নেতা হিসেবে দাবি করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, মাহমুদ আব্বাস মনেপ্রাণে শান্তি চেয়েছেন, কিন্তু নেতানিয়াহু প্রতারণা করেছেন।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৪ ডিসেম্বর ২০২১

Back to top button