শেষ সময়ের গোলে বার্সার হতাশার ড্র
নিকো গঞ্জালেস ও আব্দেসসামাদ এজ্জালজুলি তাদের বার্সেলোনা ক্যারিয়ারের প্রথম গোল করলেন রোববার।
এই শতাব্দিতে প্রথমবার ২০ বছরের কম বয়সী দুজন ভিন্ন বার্সা খেলোয়াড় লা লিগার একই মৌসুমে গোল করলেন। কিন্তু শেষদিকে গোল হজম করে ওসাসুনার মাঠে ২-২ এ ড্র করল কাতালানরা। ডেভিড গার্সিয়া ও চিমি আভিলা ওসাসুনার হয়ে গোল করেন।
গত বুধবার বার্সার চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর দলে ডাকা হয় গঞ্জালেস ও এজ্জালজুলিকে।
শুরুতেই দুটি গোল হয়। গোলকিপার সার্জিও হেরেরাকে একা পেয়ে ঠাণ্ডা মাথায় ১২ মিনিটে গোল করেন গঞ্জালেস। বার্সার লিড ২ মিনিটের বেশি টিকেনি। ফ্রি কিক পায় স্বাগতিকরা এবং গার্সিয়া সমতা ফেরান।
দুই দলের কেউ বাকি সময় সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ম্যাচ প্রাণ ফিরে পায় এজ্জালজুলির গোল বার্সাকে এগিয়ে দিলে।
মনে হচ্ছিল বার্সা জিততে যাচ্ছে। কিন্তু ৮৫ মিনিটে কর্নার থেকে আভিলা গোল করেন। হতাশার ড্রয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আটেই থাকল বার্সা।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৩ ডিসেম্বর