ট্রলি সংকটের জন্য যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন বিমান প্রতিমন্ত্রী
ঢাকা, ১২ ডিসেম্বর – বিমানবন্দরে ট্রলি সংকটের জন্য ভোগান্তির শিকার যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।
রোববার (১২ ডিসেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ ক্ষমা প্রার্থনা করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে ২৫শ’ ট্রলি যুক্ত হচ্ছে।
তিনি বলেন, আমরা কয়েকটি পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছি ট্রলি সংকটের জন্য অনেক যাত্রী ভোগান্তির শিকার হয়েছে। এ জন্য যাত্রীদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।
৪-৫ দিনের মধ্যে আরও ৫০০ ট্রলি সচল হবে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, যাত্রীদের ট্রলির সংকট সমাধানে আমরা ৩২ জন কর্মীকে দায়িত্ব দিয়েছি। তারা যাত্রীদের প্রয়োজনে তাদের কাছে ট্রলি পৌঁছে দেবে। শিগগিরই এই কাজের জন্য আরও ৫০ জন নিয়োগ দেওয়া হবে।
সূত্র: আরটিভি
এম ইউ/১২ ডিসেম্বর ২০২১