জাতীয়
মুরাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপিপন্থি আইনজীবী ফোরাম
ঢাকা, ১২ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনী জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার কারণে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে মামলা করবে বিএনপিপন্থি আইনজীবী ফোরাম।
রোববার সকাল সাড়ে ১০টায় অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা এই মামলা করতে যাবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, ঢাকা বিশেষ ট্রাইব্যুনাল ছাড়াও খুলনা এবং রংপুর বিভাগ বাদে অন্য বিভাগে বিশেষ ট্রাইব্যুনালেও মামলা করা হবে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ ডিসেম্বর