পশ্চিমবঙ্গ

‘বিজেপি থাকবে না, বিলীন হয়ে যাবে’

কলকাতা, ১১ ডিসেম্বর – ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গ রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, বিজেপি দলটা কার্যত আর থাকবে না। কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন নির্বাচনের পর বিজেপি বিলীন হয়ে যাবে। সব জিরো হয়ে যাবে।

শনিবার (১১ ডিসেম্বর) হাবড়া সুপার মার্কেটে অস্থায়ী বস্ত্র হাট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজেপিকে ‘ফাঁপা এবং ভাড়ের দল’ আখ্যা দিয়ে হাবড়ার এ বিধায়ক আরও বলেন, বিজেপির ভাড়ামি ছাড়া আর কোনো কাজ নেই।

এই তৃণমূল কংগ্রেস নেতা বলেন, বিজেপি ফাঁপা বাঁশের মত। এরা কেবল মিথ্যা কথা, কু-কথা, অসভ্য কথা বলে। নারীদের সম্মান করে না।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এটা হচ্ছে এক ও এক্যবদ্ধ ভারতবর্ষ। ভারতের ওপর কেউ আক্রমণ করলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। কারণ ভারত আমাদের মা।

এসময় তিনি তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত ১৩ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১১ ডিসেম্বর ২০২১

Back to top button