‘পাকিস্তান-ভারতের নিয়মিত ম্যাচ খেলা উচিত’
ইসলামাবাদ, ১১ ডিসেম্বর – দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেটা ছিল পাকিস্তানের প্রথম দশ উইকেটের ব্যবধানের জয়। আর ভারতের প্রথম দশ উইকেটের ব্যবধানে হার।
আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসা পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম শুক্রবার জানিয়েছেন ভারত-পাকিস্তানের নিয়মিত ম্যাচ ও দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত।
তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত-পাকিস্তান একে-অপরের সঙ্গে খেলে না। অথচ ক্রিকেট কিন্তু দুটি জাতিকে এক করতে পারে। আমি মনে করি বিশ্বমানের দল হিসেবে ভারত-পাকিস্তানের নিয়মিত একে-অপরের সঙ্গে খেলা উচিত। তবে আমি এও বুঝি যে রাজনৈতিক কারণে দল দুটির নিয়মিত সিরিজ খেলা হচ্ছে না। এটা দুঃখজনক। কারণ খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট- জাতিকে এক করতে পারে।’
‘আমি আরও মনে করি আমাদের আরও বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত। এটা কেবল দুটি জাতিকেই এক ছাতার নিচে নিয়ে আসবে না, এটা ক্রিকেটের জন্যও ভালো হবে। দুটি দেশ ও দুটি দেশের মানবতার জন্যও ভালো।’ যোগ করেন তিনি।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১১ ডিসেম্বর