ক্রিকেট

দুই দিন সময় পেয়েও সিদ্ধান্ত নেননি কোহলি!

নয়াদিল্লী, ১০ ডিসেম্বর – টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো কোহলিকে। দুই সংস্করণেই ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানডে অধিনায়কত্ব থেকেও কোহলিকে নিজ থেকে সরে যাওয়ার সুযোগ দিয়েছিল বোর্ড কিন্তু তিনি তা গ্রহণ করেননি।

ওয়ানডে ফরম্যাটের জন্য বুধবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করে বিসিসিআই। টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকে সরে গেলেও টেস্টে এখনো ভারতের নেতৃত্ব দিবেন কোহলি। তবে কোহলির সহকারী অধিনায়ক আজিঙ্কা রাহানেকে সরিয়ে সেখানেও সহ-অধিনায়ক করা হয়েছে রোহিতকে।

পিটিআই জানিয়েছে, ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়ে সুন্দর সমাধানের পথে হেঁটেছিল বিসিসিআই। কোহলি ৪৮ ঘণ্টা সময় দিয়ে সরে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা না করায় বোর্ড অধিনায়ক হিসেবে রোহিতের নাম জানিয়ে দেয়।

বৈশ্বিক আসরে ভারতের ব্যর্থ অধিনায়ক কোহলি। বিভিন্ন সিরিজে দারুণ সাফল্য পেলেও টুর্নামেন্টগুলো একদমই হতাশ করেছে ভারতকে। এ ছাড়াও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বাদ পড়েছিল ভারত। তাইতো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাই রোহিতকেই বেছে নেয় বিসিসিআই।

সূত্র : আমাদের সময়
এম এস, ১০ ডিসেম্বর

Back to top button