বলিউড

ভিকি-ক্যাটরিনার বিয়ের ভিডিওর এত দাম!

মুম্বাই, ১০ ডিসেম্বর – বিয়ে করলেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গতকাল রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস দুর্গে তাদের বিয়ে সম্পন্ন হয়। বরযাত্রী সাফা আর শেরওয়ানি পরে রাজপুতানাদের সাজে বিয়ের আসরে আসেন। ঐতিহ্যবাহী গাড়িতে করে হাজির হন ভিকি। বরযাত্রীকে গোলাপ আর সুগন্ধি দিয়ে স্বাগত জানায় কনেপক্ষ। এর পর সাদা ঘোড়ায় টানা রথে চেপে বিয়ের মণ্ডপে যান ভিকি, আর ক্যাটরিনা আসেন পালকি চড়ে। জানা গেছে, এই বিয়ের ভিডিও ওটিটি প্ল্যাটফর্মের জন্য বিক্রি হয়েছে ৮০ কোটি রুপিতে!

বিয়ের মণ্ডপ রাজওয়াড়াদের মতো সাজানো হয়। বিয়ের প্রক্রিয়া শুরু হয় হিন্দু রীতি মেনে। সন্ধ্যায় ভিকি-ক্যাট সাত পাকে বাঁধা পড়েন। এর পর ছিল রাজকীয় নৈশভোজ। সেই ভোজ শেষে ছিল পুলসাইড পার্টি। সিক্স সেন্সেস ফোর্টে খাবারের মধ্যে ছিল গুজরাটি বখলায়া, মুগডালের বরফি, চকো বাইট, কাজু পানসহ আরও নানা কিছু। গত ৮ ডিসেম্বর ভিকি ও ক্যাটের গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। এদিন হবু দম্পতি পরেছিল হলুদ রঙের পোশাক, সঙ্গে অতিথিরাও। করণ জোহর, ফারাহ খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিসহ প্রায় ৬০ জন অতিথি বিয়েতে গেছেন।

এম এস, ১০ ডিসেম্বর

Back to top button