অপরাধ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীতে ৫ জন আটক

ঢাকা, ১০ ডিসেম্বর – রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক অভিযানে স্বামীবাগের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি সংস্থাটি।

র‌্যাব-৩ এর মিডিয়া সেলের প্রধান এএসপি ফারজানা হক বলেন, ‘এ বিষয়ে শুক্রবার (১০ ডিসেম্বর) কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

এর আগে বৃহস্পতিবার দুপুরের পর গোপন সংবাদে স্বামীবাগ ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাসা ঘিরে রাখে ‌র‌্যাব। পরে র‌্যাবের একটি দল ওই বাসার ভেতর প্রবেশ করে মেস করে থাকা পাঁচ জন সন্দেহভাজন কথাবার্তা বললে তাদের আটক করা হয়।

এসময় ভেতরে তল্লাশি করে রাষ্ট্রবিরোধী বা উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য, একইসঙ্গে অনলাইন প্লাটফর্মে এগুলো প্রচারের জন্য ব্যবহৃত কম্পিউটার, হার্ডডিক্স, মোবাইল ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগে মামলা রয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১০ ডিসেম্বর

Back to top button