সিলেট, ০৯ ডিসেম্বর – UKBET ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের উদ্য়োগে আগামী জানুয়ারী মাসে বিশ্বনাথ এ অনুষ্ঠিতব্য ইংরেজী টিচারস ট্রেনিং এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আকবেট এর কান্ট্রি ডিরেক্টর আসাদুজ্জামান সায়েমের পরিচালনায় এতে অংশ নেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার জনাব আজম খান।
আলোচনায় অংশ নেন ইনসট্রাক্টর তৈয়বা চৌধুরী, মার্জিয়া হোসেন , বিশ্বনাথ এর স্কুল শিক্ষক ও বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ। আকবেটের ট্রাস্টি কারেন ডাডলি ও প্রশিক্ষক বেকি ও জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকের চেয়ার মিজানুর রহমান মিজান , সাংবাদিক নজরুল ইসলাম বাসন আলোচনায় অংশ নেন। আলোচকরা এনআরবি বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ও আকবেট এর এই যৌথ উদ্যেগের সাফল্য কামনা করে বলেন, সিলেটের প্রতিটি উপজেলায় বিশটি স্কুলে টিচার নলেজ টেস্ট ইংরেজী প্রশিক্ষণ কোর্সটি চালু করা হলে সিলেটের শিক্ষাঙ্গনে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে।”
এম ইউ/০৯ ডিসেম্বর ২০২১