পিয়ার্সিং-এ বিপদ কোথায়?
কানে ফুটো বা নাকে ফুটো। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ছুঁচ বিঁধিয়ে ফুটো করে তাতে গয়নাগাটি গলিয়ে দেয়া। হালফিলের এই জনপ্রিয় ফ্যাশন পিয়ার্সিং। কিন্তু জানেন কি, এই পিয়ার্সিং ঠেলায় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন? কীভাবে? আসুন জেনে নেয়া যাক।
শরীরের বিভিন্ন জায়গায় ছুঁচ বিদিয়ে ফুটো করা। সেই সূক্ষ্ম ফুটোতে গয়নাগাটি পড়ে সাজ। হালফিলে এই স্টাইল খুবই জনপ্রিয়। কিন্তু পিয়ার্সিং করতে গিয়ে যে কোনো মুহূর্তে আসতে পারে বিপদ। কারণ, পিয়ার্সিংয়ের সঙ্গে সরাসরি মানব দেহের যোগাযোগ। তাই সতর্কতা মেনে পিয়ার্সিংয়ে গা ভাসানো উচিত। কী বলছেন বিশেষজ্ঞরা?
১) ছুঁচ ফোটালে সংক্রমণ হতেই পারে। যাদের শরীরে সহজেই সংক্রমণ হয়, পিয়ার্সিং তাদের জন্য নয়।
২) কেটে গিয়ে যাদের রক্ত থামতেই চায় না, তাদের জন্যও পিয়ার্সিং নয়।
৩) সব সময় পিয়ার্সিংয়ে স্টেরিলাইজ করা ছুঁচ ব্যবহার করা উচিত। অবিশুদ্ধ ছুঁচের জন্য সারা শরীর বিষিয়ে ভয়াবহ রোগও হতে পারে।
৪) ডায়াবেটিস়, অ্যালার্জি, হৃদয়জনিত সমস্যা, অ্যাজ়মা বা তেমন কোনো অসুখ থাকলে, যিনি পিয়ার্সিং করবেন তাকে আগে থাকতে তা জানিয়ে দেয়া উচিত।
৫) শরীরের যে অংশে ফুটো করবেন ভাবছেন, সেখানে আদৌ পিয়ার্সিং করা উচিত কিনা, তা জেনে নিতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ব্যস, এটুকু সতর্কতা মেনে চললেই নতুন স্টাইলে গা ভাসাতে পারেন আপনিও।
এম ইউ