মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা
ঢাকা, ০৯ ডিসেম্বর – মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হবে নানা আয়োজন। থাকবে মুক্তিদ্ধ সম্পর্কে আলোচনা সভা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা। আগামী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা জারি করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর সূত্রে এমন তথ্য জানা গেছে।
এ বিষয়ে মাউশির পরিচালক (প্রসাশন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় পালনে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা দেয়া হবে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে জানান তিনি।
জানা গেছে, মন্ত্রিপরিষদের নির্দেশনা মোতাবেক আগামী ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান প্রচারের ব্যবস্থা করতে হবে। ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান ভার্চ্যুয়াল মাধ্যমে আয়োজন করতে হবে। ১৫ ও ১৬ ডিসেম্বর এই দুই দিন সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আলোকসজ্জা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টারের মাধ্যমে বিজয় দিবসের তথ্য প্রচারের ব্যবস্থা করতে হবে। ১৬ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনার ব্যবস্থা করতে হবে। দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্য যেকোনো আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজ উদ্যোগে পালন করবে।
এসব নির্দেশনা অনুযায়ী বিজয় দিবস উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আগামী সপ্তাহে মাউশি থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেবে মাউশি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ ডিসেম্বর ২০২১