চট্টগ্রাম
চট্টগ্রামে গার্মেন্টসের জুট গুদামে আগুন
চট্টগ্রাম, ০৯ ডিসেম্বর – চট্টগ্রামের পাচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় একটি গার্মেন্টসের জুটের গুদামে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে আতুরার ডিপো এলাকায় দোতলা একটি ভবনে আগুন লাগে। সেটি একটি জুটের গুদাম ছিলো। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের কাপড় রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ গাড়ি আগুন নেভাতে কাজ করছে।
সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৯ ডিসেম্বর