নিউজিল্যান্ড সফরে সাকিবের বদলে রাব্বি
ঢাকা, ০৯ ডিসেম্বর – সাকিব আল হাসানকে নিয়েই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু দল ঘোষণার পর সাকিব আল হাসান ছুটি চেয়ে চিঠি দেন বিসিবির কাছে। এরপর বিসিবিও সেই চিঠি কবুল করে নেয়। অর্থ্যাৎ, নিউজিল্যান্ড সফরে এবারও সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ।
সাকিব যাচ্ছেন না। সুতরাং তার পরিবর্তে নিউজিল্যান্ড যাচ্ছেন কে, এটাই জানার ছিল সবার। সে দিকেই ছিল আগ্রহ। আবার দ্রুত ওই নামটি ঘোষণা হওয়ার কথা। কারণ, আজ রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।
অবশেষে জানা গেলো সাকিবের পরিবর্তে কে যাচ্ছেন নিউজিল্যান্ডে। আজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, ফজলে রাব্বি মাহমুদ হলেন সেই ক্রিকেটার, যাকে সাকিব আল হাসানের পরিবর্তে দলে নেয়া হয়েছে।
এর আগে জাতীয় দলের হয়ে খেললেও এখনও টেস্ট খেলেননি বরিশাল বিভাগের ব্যাটার ফজলে রাব্বি। ৩৪ ব্ছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২৩তম জাতীয় ক্রিকেট লিগে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৬৩০ রান করেন তিনি।
জানুয়ারির প্রথমদিনই শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ডের তাউরাঙ্গার বে ওভাল এবং ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ দুটি।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাইম শেখ, ফজলে রাব্বি মাহমুদ।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৯ ডিসেম্বর