জমকালো কনসার্টে নতুন পরিচয়ে আসছেন ওয়ারফেজের টিপু
ঢাকা, ০৯ ডিসেম্বর – গুঞ্জনকে সত্যি করে একটি নতুন প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে আসছেন দেশের অন্যতম জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর প্রতিষ্ঠাতা সদস্য,দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। যার নাম হবে ‘লয় রেকর্ডস’।
শুক্রবার বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইভেন্ট স্টেশনে বিশেষ একটি আন্ডারগ্রাউন্ড কনসার্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন বলে জানান এই মিউজিশিয়ান। কনসার্টটির নাম দেয়া হয়েছে ‘রেডিও রায়ট’।
টিপু বলেন, লয় রেকর্ডস-একটি নতুন রেকর্ড লেবেল এবং শিল্পী ব্যবস্থাপনা সংস্থা, যা বাংলাদেশের সংগীতাঙ্গনের বিভিন্ন জেনার, বিভিন্ন ঘরানার শিল্পীদের একটি ডিজিটালাইজড ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে একই ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
তিনি আরো যোগ করেন, সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান একতার মিউজিক প্রোডাকশনের এক সময় আমি ডিরেক্টর ছিলাম। ফলে সংগীত প্রযোজনা করার বিষয়টি আমার জানা। তাছাড়া ভিডিও নির্মাতা হিসেবেও আমি কাজ করেছি। সংগীতশিল্পী মিলার প্রথম একক অ্যালবামের ‘ছেঁড়াপাল’,‘মেলা’ ‘ফিরে আসো’ গানগুলোর ভিডিও কিন্তু আমারই বানানো। সব মিলিয়ে এক্ষেত্রে আমার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে এবং নতুন প্রতিভাবান ব্যান্ড ও শিল্পীদের গান প্রকাশের সুযোগ করে দিতেই এই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার সিদ্ধান্ত।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ ডিসেম্বর