পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর যা বললেন মুমিনুল
ঢাকা, ০৯ ডিসেম্বর – পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটোতেই হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির পর টেস্টেও হোয়াইটওয়াশ হলো টিম বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ৮ রানের ব্যবধানে হারে মুমিনুল হকের দল। এদিন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সবাই। তবে দ্বিতীয় ইনিংসে সাকিব, লিটন, মুশফিকের ব্যাট হাসলেও ইনিংস বড় করতে ব্যর্থ ছিলো মুশফিক ও লিটন। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশের।
ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন, প্রথম ইনিংসের চেয়ে আজকে আমাদের ভালো করার সুযোগ ছিল। আমাদের কিছু ইতিবাচক পারফরম্যান্স রয়েছে। সাকিব, লিটন ও মুশফিক ভালো করেছে। কিন্তু আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। আপনি যদি তিন ফরম্যাটের ক্রিকেটের কথা চিন্তা করেন। আপনি যদি শুরুতে দুই-তিন উইকেট হারিয়ে ফেলেন তবে খেলায় ফিরে আসা খুব কঠিন।
পাকিস্তানের বিপক্ষে দল হিসেবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে এ টেস্টেও নিজের ব্যাটিং ফর্ম ধরে রেখেছিলেন লিটন দাশ। আর বল হাতে দুই টেস্টেই দুর্দান্ত ছিলেন তাইজুল ইসলাম। তাই ম্যাচ শেষে তাদের প্রশংসা শোনা গেছে মুমিনুলের কণ্ঠে।
মুমিনুল আরও বলেন, এক, দুই, তিন এবং চার নম্বরে আমাদের অনেক কাজ করতে হবে। লিটন চট্টগ্রামে এবং এখানে খুব ভালো খেলেছে। আশা করি সে এই ফর্ম ধরে রাখতে পারবে। তাইজুল দারুণ বল করেছে চট্টগ্রামে এবং এখানে। আমি আশাবাদী সে এর ধারাবাহিকতা ধরে রাখবে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ ডিসেম্বর