ঢালিউড

সিয়াম অ্যাকশন লুকে এলেন ‘শান’ এর পোস্টারে

ঢাকা, ০৮ ডিসেম্বর – বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। গেল নভেম্বরের শুরুতেই এম রাহিম পরিচালিত সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা এসেছে। মুক্তিপূর্ব প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত হলো ছবিটির এর পোস্টার।

যেখানে একেবারে অ্যাকশন লুকে সিয়াম আহমেদ। সোমবার সন্ধ্যায় নতুন এই পোস্টার শেয়ার করে সিয়াম লিখেছেন, ‘বাঘ দেখলে কেউ তালি দেয় না। বাঘ দেখলে ভাগে!’

কথা এবং পোস্টারে সিয়ামের লুকই বলে দিচ্ছে, পুরোপুরি অ্যাকশন-ধর্মী সিনেমা নিয়ে আসছেন তিনি। মারমার কাটকাট অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে পূজা চেরীকে।

একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনি হ প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান। আজাদ খান বলেন, শানের মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে।

‘ফাগুন হাওয়ায়’ ও ‘বিশ্বসুন্দরী’র পর ‘শান’ দিয়ে সিনেমা হলে আসছেন সিয়াম। তিনি জানান, ক্যারিয়ারে এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি করলেন।

সিয়াম বলেন, করোনা পরবর্তী সেসব ছবি কমার্শিয়াল ভ্যালু যোগ করে প্রযোজক শিল্পীসহ পুরো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেবে শান তেমনই একটি ছবি।

সিয়াম-পূজা ছাড়াও শানে আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

এম ইউ/০৮ ডিসেম্বর ২০২১

Back to top button