ইমনকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছাড়ল র্যাব
ঢাকা, ০৮ ডিসেম্বর – সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কথোপকথনের চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের অডিও ক্লিপ ফাঁস হওয়া নিয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে নায়ক ইমনকে ছেড়ে দিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সমকালকে জানান, মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে ইমন র্যাব সদরদপ্তর থেকে বের হয়েছে। তবে ইমনের কাছ থেকে কী তথ্য পাওয়া গেছে এ বিষয়ে কিছু জানাননি তিনি।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের একটি ফোনালাপ ফাঁস হয়। ওই অডিও ক্লিপস ফাঁসের সূত্র ধরে মঙ্গলবার বিকেলে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাদের জন্য র্যাব কার্যালয়ে নেওয়া হয়।
তার আগে সোমবার এবং মঙ্গলবার দুই দফা রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন ইমন। সেখানে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন তিনি।
এম ইউ/০৮ ডিসেম্বর ২০২১