৬ বছর আগেও একইরকম হেলিকপ্টার-দুর্ঘটনার মুখে পড়েছিলেন বিপিন রাওয়াত
নয়াদিল্লি, ০৮ ডিসেম্বর – হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রতিরক্ষাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত। এই দুর্ঘটনায় বিপিন রাওয়াতের স্ত্রীসহ হেলিকপ্টারের ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন।
তামিলনাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলে স্থানীয় সময় বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতকে বহনকারী সেনা হেলিকপ্টারটি।
এর আগেও হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছেন বিপিন রাওয়াত। তবে সে বার প্রাণে বেঁচে যান তিনি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৫ সালে নাগাল্যান্ডের ডিমাপুরে দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। কিন্তু আশ্চর্যজনক ভাবে সে সময় প্রাণে বেঁচে যান তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। সেই ঘটনার ৬ বছর বাদে হেলিকপ্টার দুর্ঘটনাতেই মৃত্যু হলো তার।
আনন্দবাজার জানায়, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে নাগাল্যান্ডের ডিমাপুর জেলার রাঙাপাহাড় হেলিপ্যাড থেকে যাত্রা করেছিল ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারটি। তাতে বিপিন ছাড়াও ছিলেন আরও দুই সেনা কর্মকর্তা। তারা হেলিকপ্টারের চালকের আসনে ছিলেন। হেলিপ্যাড থেকে উড়তেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায় হেলিকপ্টারটির। ২০ ফুট উঁচু থেকে সোজা মাটিতে আছড়ে পড়ে। তবে কপ্টারের আরোহীদের সামান্য আঘাত লাগে।
সূত্র: যুগান্তর
এম ইউ/০৮ ডিসেম্বর ২০২১