পশ্চিমবঙ্গ

দলের নির্দেশ না মানায় তৃণমূল থেকে বহিষ্কৃত সচ্চিদানন্দ-তনিমা

কলকাতা, ০৮ ডিসেম্বর – দলের নির্দেশ অমান্য করে কলকাতা পুরসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। একই কারণে বহিষ্কার করা হয়েছে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়কেও। তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছিল। কিন্তু সেটা তারা করেননি। এই দল বিরোধী কাজের জন্যই চরম সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।

কলকাতা পুরভোটে সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে টিকিট দেয়নি দল। তারপরেই ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তাঁর বোন। প্রসঙ্গত উল্লেখ্য পুরভোট ঘোষণার কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী এবং প্রবীন রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়। তারপরেই তাঁর পরিবারের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যােয়র এই পদক্ষেপের পরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। পুরসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিন্তু মনোনয়ন প্রত্যাহারের দিন পেরিেয় গেলেও সেটা করেননি তনিমা চট্টোপাধ্যায়। কাজেই দল বিরোধী কাজের অভিযোগে তনিমা চট্টোপাধ্যায়কে বহিষ্কারের কড়া সিদ্ধান্ত নিয়েছে দল। যদিও নেত্রী জানিয়েছেন তিনি এখন দলের কাছ থেকে কোনও চিঠি পাননি।

একই কারনে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়কে। তিনিও পুরসভা ভোটের টিকিট না পেয়ে ৭২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। টিকিট না পেয়ে প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন িতনি। এই নিয়ে দল তাঁকে সতর্কও করেছিল। কিন্তু তােত আমল দেননি তিনি। মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে আগে থেকেই অনড় ছিলেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। তারপরেই দল তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেন। এদিকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সচ্চিদানন্দ মুখোপাধ্যায় জানিয়েছেন, দল তাঁকে কোনও বৈঠকে ডাকত না। নিজে তৃণমূলের সদস্য নন বলে প্রকাশ্যে দাবি করেছেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ০৮ ডিসেম্বর

Back to top button