জিম্বাবুয়েফেরত নারী দলের দুই ক্রিকেটার ফের করোনা পজিটিভ
ঢাকা, ০৭ ডিসেম্বর – এখনও করোনা ভাইরাস থেকে মুক্তি মেলেনি জিম্বাবুয়েফেরত নারী দলের দুই ক্রিকেটারের। গত বুধবার দেশে ফিরে আসে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর তাদের থাকতে হয় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। সেখানেই প্রথমবার করা করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে দুজনের নমুনার ফল। মঙ্গলবার আবারও তাদের করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়৷ সেই রিপোর্টে জানা যায়, এখনও পজিটিভ আছেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নারী ক্রিকেট দলের দুই নারী ক্রিকেটারের মঙ্গলবার পরীক্ষা করার পর আবারও করোনা পজিটিভ ধরা পরেছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মেডিক্যাল টিমের সদস্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্ব ঘোষণা অনুযায়ী, দলের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ৬ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও বিসিবির কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল অনুসারে তা আরও বাড়ানো হয়েছে।
এদিকে আইইডিসিআর জানিয়েছে, জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনা পজেটিভ; ওমিক্রন কি না, তা যাচাই করবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৭ ডিসেম্বর ২০২১